ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তোর বেইমানি ও পরকীয়ার জন্য আত্মহত্যা করলাম, স্ত্রী কারাগারে

কুমিল্লায় যুবলীগ নেতা এমরান হোসেন মুন্নার (২৯) মৃত্যুর ঘটনায় স্ত্রী সৈয়দা সাজিয়া শারমিন উষাকে (২৮) করাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক সোহেল রানা তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন। তিনি বলেন, আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রোববার সন্ধ্যায়  সৈয়দা সাজিয়া শারমিন উষাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ