স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দির সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দিরের কার্যনির্বাহী কমিটির সভা গত ৭ জানুয়ারি মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল সরকার বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় মন্দিরের বাৎসরিক হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান (১৬ প্রহর) উদ্যাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বাৎসরিক উৎসব উদ্যাপনের জন্যে একটি ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মন্দিরের সহ-সভাপতি ফণী ভূষণ দাস, হিসাবরক্ষক স্বপন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক নিধু ভূষণ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ দাস, প্রচার সম্পাদক রাধেশ্যাম দাস, সদস্য প্রাণকৃষ্ণ দাস, দীলিপ সরকার, হরে কৃষ্ণ সরকার, কানাই দাস, বলাই দাস, দুখু রাম দাস, শ্রীকৃষ্ণ দাস, শ্যামল দাস, পিন্টু দাস, আশিষ দাস, পঙ্কজ দাস, প্রাণতোষ দাস, শীতল দাস, জনি দাস, প্রসেনজিৎ সরকার, মোহন গাঙ্গুলী, সাগর সরকারসহ ভক্তবৃন্দ। আগামী ২২ ফেব্রুয়ারি মন্দিরের বাৎসরিক উৎসবের মহাঅধিবাস, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ও ২৫ ফেব্রুয়ারি মহোৎসব অনুষ্ঠিত হবে। সভায় সর্বসম্মতিক্রমে আশিষ দাসকে আহ্বায়ক ও পঙ্কজ দাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উৎসব কমিটি গঠন করা হয়।