ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তিতারকান্দি গ্রামে চারদিনব্যাপী কবিগান

চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তিতারকান্দি পূর্ব পাড়া শ্রীশ্রী কালিমাতার মন্দিরে পূজা উপলক্ষে চারদিনব্যাপী কবিগান চলছে। এ উপলক্ষে পূজা, অর্চনা, ষোলপ্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনব্যপী কবিগান চলছে। কবিগান অনুষ্ঠানে গান পরিবেশন করছে দেশের বিভিন্নস্থানের খ্যাতনামা সরকারি ভাতাপ্রাপ্ত ফরিদপুরের কবি সহদেব সরকার, মাগুড়ার আশুতোষ সরকার, গোপালগঞ্জের গৌতম সরকার ও বরিশালের নিখিল সরকার। চার কবিদের পালাবদলের মধ্য দিয়ে চলছে কবিগান। গত ৩ ফেব্রুয়ারি কবিগান অনুষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের অমৃত লাল নাগ, ইউপি সদস্য রনজিত চন্দ্র প্রধান, মন্দির কমিটির সভাপতি ভক্ত চন্দ্র সরকার, সহ-সভাপতি শ্যামল বিশ^াস, সাধারণ সম্পাদক শ্যামল সরকার, সহ-সাধারণ সম্পাদক বিশ^জিতৎ সরকার, মন্দিরের ভক্ত সুরেশ চন্দ্র সরকার কালা, হরেকৃষ্ণ সরকার, শ্রীকৃষ্ণ সিং, নিখিল চন্দ্র প্রধান, অমূল্য মাস্টার, রামকৃষ্ণ প্রধান, বিকাশ প্রধান, জয়কৃষ্ণ প্রধান, কুয়েত স্বপন ছৈয়াল, যুবলীগ নেতা সঞ্জয় দাস, লিটন দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর