ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনা পরিবহনের বাস

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস ডিভাইডার ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে বিমানবন্দর সড়কের ক্ষিলক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি ডিভাইডার ভেঙে সড়কের বিপরীত পাশের মাইক্রোবাসের ওপর তুলে দেয়। এ ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ