চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডাঃ মোহাম্মদ গোলাম কাওসার হিমেল সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। হাসপাতালের আরপি ডাঃ মোঃ নোমান হোসেন, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারী) ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ পীযূষ সাহা সহ হাসপাতালেরর নার্স, ব্রাদার ও অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ, ডাঃ গোলাম কাওসার হিমেল ২৭তম বিসিএস-এ ২০০৮ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন। এরপর সরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি মতলব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০১৯ সাল থেকে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।