স্টাফ রিপোর্টার : চিরকুমার বুদ্ধিপ্রতিবন্ধী আন্নু, বয়স ৫০। সারা শরীরে প্যাঁচানো থাকে টাকা, আর টাকাগুলো থাকে শার্টের অভ্যন্তরে লুঙ্গি দিয়ে মোড়ানো। মতলব-বাবুরহাট সড়কের ঢাকিরগাঁও, নবকলস, বরদিয়া আড়ংবাজার এলাকায় তার চলাফেরা। তার সাথে সবসময় লক্ষাধিক টাকা থাকলেও চোর বা ছিনতাইকারী কেউ তার কাছে যেতে সাহস পায় না। তার বাড়ি চাঁদপুরের মতলব পৌরসভার শিলমন্দি গ্রামে। নেই তার প্রতিবন্ধী ভাতার কার্ড । আন্নুর সাথে ছবি তুলতে গেলে কথা হয় এ প্রতিনিধির। অট্ট হাঁসি দিয়ে বলে টাকা দেও। তবে সে টাকা নিয়ে নিজে খরচও করে না আবার কাউকে দেও না। সেই টাকা দিয়ে নিজের গায়ে জড়িয়ে রাখে। যেন চলমান এক ক্ষুদ্র ব্যাংক আন্নু। টাকা পুরানো বা ময়লা হলে বারোঠালিয়া বটগাছের নিচে বসে নিজের ইচ্ছায় ছিঁড়ে ফেলে, আর নতুন টাকাগুলো রেখে দেয়। অনেকেই তাকে দশ টাকা, পাঁচ টাকা করে দেয়। সবসময় চলাফেরার মধ্যে থাকে সে। এলাকাবাসী ও পথচারীরা তাকে অনেক ভালোবাসে। কেউ কেউ আবার রসিকতা করে, আনন্দ দেয়। খাবারের মধ্যে চা আর রুটিই তার প্রতিদিনকার প্রিয় খাবার। তার পিতার নাম আশ^াদ গাজী। স্থানীয় ঢাকিরগাঁও গ্রামের জালাল উদ্দিন খান জানান, আন্নু সকলের প্রিয়। নয়নের ছোট ভাই। টাকা তোলাই তার একমাত্র নেশা। তার সঙ্গে কমপক্ষে লক্ষাধিক টাকা রয়েছে। তবে টাকার জন্য কেউ তাকে সমস্যা করে না। আমার সবাই তাকে আদর করি।