স্টাফ রিপোর্টার : বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৮ নভেম্বর সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অনুষ্ঠানে উপজেলার মোট ৬০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।