ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন : বিএইচএম কবির আহমেদ

মতলব দক্ষিণে সমবায় দিবসে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, সমবায়ের উন্নয়ন। সমবায়ের মাধ্যমেই সমাজের উন্নয়ন করা সম্ভব। সমবায় একটি প্রাচীন অর্থনৈতিক ব্যবস্থা। সামাজিক তথা জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি পরীক্ষিত সফল পদ্ধতি। একক প্রচেষ্টায় যা করা সম্ভব নয় সমবায় পদ্ধতিতে তা সহজেই করা সম্ভব। তাই প্রাচীনকাল থেকেই সমবায় বিশ্বব্যাপী জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতিগুলো প্রতিষ্ঠিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ সমবায়ের বিভিন্ন সংগঠনগুলো গ্রাম থেকে শুরু করে শহর পর্যায়ের কাজ করছে। আগামীদিনগুলোতে আপনাদের কর্ম পরিধি আরো বেশি বৃদ্ধি পাবে এ প্রত্যাশা করছি। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। গত ৬ নভেম্বর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে প্রধনা অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক-এর সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীরা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোজাম্মেল হক। এর পূর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ