ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে বিয়ের খবর, হবু স্বামী নিয়ে হাজির মিম

আজ বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এ উপলক্ষে আলাপকালে সকালেই জানিয়েছিলেন রাতে সারপ্রাইজ দেবেন। জীবনের বিশেষ ঘটনার বিষয়ে জানাবেন।

অবশেষে জানালেন। বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা। এরই মধ্যে হয়ে গেছে বাগদান।

আজ বুধবার রাত ৯টা ১৫ মিনিটে হবু বরের সঙ্গে ছবি দিয়ে নিজেই জানালেন এ খবর। সেখানে মিম দাবি করেন, হবু বরের সঙ্গে ছয় বছরের পরিচয় মিমের।

তবে স্ট্যাটাসে তিনি বরের নাম-পরিচয় দেননি।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।’

সর্বশেষ - বিনোদন

জনপ্রিয় - বিনোদন