ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাল নিয়ে ট্রাকচালক উধাও

চাঁদপুরের ২শ’ ৭৫ বস্তা চালসহ ট্রাকচালক উধাও হয়ে গেছে। চালের বস্তাগুলো শহরের নতুনবাজার বাগাদী রোডের রৌশন অটোরাইচ মিল হতে কুমিল্লার মুদাফফরগঞ্জ বিকেলে পৌঁছানোর কথা ছিলো। কিন্তু চালক সেখানে না গিয়ে পুরো চালের বস্তাসহ ট্রাক নিয়ে উধাও হয়ে গেছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুদাফফরগঞ্জের ব্যবসায়ী সুমন চন্দ্র পাল জানান, চাঁদপুরের রৌশন অটোরাইচ মিল থেকে ঢাকা মেট্রো-ট ১৩-২১৩৪ নাম্বারের ১টি ট্রাক সড়ক পথে ২৭৫ বস্তা চাল নিয়ে আমার গদিতে আসার কথা ছিলো। কিন্তু সে ট্রাকটি চালসহ পরবর্তীতে আমার এখানে না এসে ফরিদগঞ্জ-রায়পুর সড়ক দিয়ে উধাও হয়ে যায়। যা আমরা সিসিটিভিতে দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অবহিত করি। এই চাল উদ্ধার না হলে আমাকে পথে বসতে হবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ জানান, চাল নিয়ে ট্রাক চালক উধাওয়ের বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সুমন সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৭৩৫। আমরা ইতিমধ্যে চাল উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর