ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট

আগামী সপ্তাহে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে অষ্টম বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ও মুজিব শতবর্ষ জেলা দাবা লিগ। দুটি টুর্নামেন্টেরই উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। অপরদিকে মুজিব শতবর্ষ জেলা দাবালীগের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রিকেট উপ কমিটির সম্পাদক শেখ মোতালেব সাংবাদিকদের জানান, এ দিন সকাল ৯ টায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্ণামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। অপরদিকে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা দাবা লীগে ৮ টি দল অংশগ্রহণ করেছে।

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা