ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতা

মুজিববর্ষের অঙ্গিকার মাদক করবো পরিহার, এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের আয়োজনে ২৯ ডিসেম্বর বুধবার মাদকবিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। চাঁদপুর স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। মাদকবিরোধী ভলিবলে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ । এছাড়া উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল । জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এমদাদুল ইসলামের সাথে আলাপচারীতাই জানা যায় খেলায় দুটি দল অংশগ্রহণ করবেন,জেলা প্রশাসন একাদশ বনাম চাঁদপুর ভলিবল একাডেমী।

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা