ঢাকা, শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর শহর রক্ষা বাঁধ ভাঙন প্রতিরোধে শুরু হয়েছে কাজ

চাঁদপুর শহরের যমুনা রোড টিলা বাড়ী ও লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সিসি ব্লক হঠাৎ করে ৪০ মিটার মেঘনা নদীতে ধসে পড়ে। রোববার (২ জানুয়ারি) সকাল থেকে ভাঙন দেখা দিলে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য প্রকৌশলীগণ।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙন এলাকা প্রতিরোধে ৫শতাধিক বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. ফখরুল হোসাইন ও পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. মামুন হাওলাদার ও বিভাগীয় কর্মকর্তা মো. ফখরুল আমিন সিদ্দিকী উপস্থিত থেকে শ্রমিকদের কাজ তত্ত্বাবধান করছেন।

ভাঙন দেখা দেয়ায় টিলাবাড়ী এলাকার শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে রয়েছে। তাদেরকে শান্তনা দিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমানসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই কম-বেশী ভাঙন দেখা দেয়। জরুরি মেরামত করা হয়। কিন্তু মেরামত কাজ সঠিকভাবে করা হলে ঝুঁকি থাকে না। আমরা চাই মেরামত কাজ যেন সঠিকভাবে করা হয় এবং পানি উন্নয়ন বোর্ডের লোকজন ঠিকাদারের কাজগুলো সঠিকভাবে আদায় করে নেন। তাহলে আর আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হবে না।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) অখিল কুমার বিশ্বাস বলেন, ভাঙনের খবর শুনে রবিবার রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নির্দেশনায় তাৎক্ষনিক আমরা চাঁদপুরে এসেছি। আমার সাথে আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ছিলেন। ভাঙন দেখে মনে হয়েছে কয়েকদিন কাজ করা হলে এটি আমাদের নিয়ন্ত্রণে চলে

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর