ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর শহরে লেক থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁদপুর শহরের উপকণ্ঠে সার্কিট হাউজ সম্মুখ লেক থেকে পালবাজারের এক মিষ্টান্ন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। প্রথমে লাশের পরিচয় না মিললেও পরে পরিচয় পাওয়া যায়।

গতকাল ১১ অক্টোবর সোমবার দুপুরে সার্কিট হাউজ সম্মুখে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের সরকারি খাল থেকে শহরের পাল বাজারের মিষ্টান্ন ব্যবসায়ী অসিম (৩৫)-এর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সার্কিট হাউজ ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্মুখের খালে প্রথমে পথচারীরা পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত অসিম শহরের পালবাজারের মিষ্টান্ন ব্যবসায়ী এবং শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দা। তার পিতাও একই বাজারের ব্যবসায়ী এবং শহরের পালবাজারের হোটেল ব্যবসায়ী বা মানিক হোটেল নামে শহরে সকলের কাছে পরিচিত। তার স্ত্রী নেই, বর্তমানে দুটি সন্তান রয়েছে।

এদিকে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা লাশটি এক নজর দেখার জন্যে ভীড় করে। এতে করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেশ সময় ধরে যান চলাচলে বিঘœ ঘটে।

ঘটনার পরপর পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যরা ঘটনাস্থলে যান।

নিহতের ভাই রিপন জানান, তার ভাই অসিম রোববার রাতে টাকা পয়সা নিয়ে মোবাইল বাসায় রেখে ঘর থেকে বের হয়ে যান। তারপর থেকে আর ভাইয়ের হদিস পাওয়া যায় নি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্যে লাশ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে কিছুদিন আগে চাঁদপুর শহরের ঘোষপাড়ার বাসিন্দা এক দধি ও মিষ্টি ব্যবসায়ীর লাশ বিপণীবাগ এলাকা থেকে উদ্ধার করা হয়। এক মাসের মধ্যে দু’টি অস্বাভাবিক মৃত্যু তথা লাশ পাওয়া যাওয়ার ঘটনায় শহরব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদরপ্রথমপাতা

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদরপ্রথমপাতা