চাঁদপুর ডাক নিউজ ডেস্ক :
চাঁদপুর শহরের নতুনবাজার বালুর মাঠস্থ ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্যে আগামীকাল ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁদপুর বিদ্যুৎ অফিসের আওতাধীন নতুনবাজার ফিডার, কোল্ডস্টোর ফিডার, সিএসডি ফিডার, বিপণীবাগ ফিডার, ষোলঘর ফিডার, লোকাল ও বাবুরহাট ফিডারের গ্রাহকরা এই বিদ্যুৎ বিভ্রাটের আওতাধীন থাকবেন।
মেরামত ও সংরক্ষণ কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।