ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর যোগদানের এক বছর পূর্ন হওয়ায় ডিসি ও ইউএনওকে জেলা বাপসার অভিনন্দন

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ চাঁদপুরে যোগদানের এক বছর পূর্ণ হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলার নেতৃবৃন্দ।
সোমবার (৩ জানুয়ারি)  সকাল ১০ টায় ডিসি ও ইউএনও এর কার্যালয়ে গিয়ে  ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  দাউদ চৌধুরী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার)  চাঁদপুর জেলা সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সহ-সভাপতি বশির উল্ল্যাহ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আহসান  নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহীন, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল, সদস্য রায়হান বকাউল উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর