ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর বিদ্যুৎ বিভাগের জরুরি টেলিফোন নাম্বার পরিবর্তন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের জরুরি টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, বিটিসিএল চাঁদপুর কর্তৃক টেলিফোন ব্যবস্থা আধুনিকায়ন করার লক্ষ্যে পূর্বের টেলিফোন নম্বর পরিবর্তন করে ১১ সংখ্যা বিশিষ্ট নতুন টেলিফোন নম্বর প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর দপ্তরের টেলিফোন নম্বর সমূহ বিটিসিএল কর্তৃক পরিবর্তন করা হয়েছে। সর্বসাধারণের জ্ঞাতার্থে পুরাতন ও নতুন নম্বর সমূহ হলো : নির্বাহী প্রকৌশলীর পূর্বের নম্বর ০৮৪১-৬৩২৬১-এর স্থলে বর্তমান নম্বর হবে ০২৩৩৪৪৮৭২৬১, নতুনবাজার অভিযোগ কেন্দ্র পূর্বের নম্বর ০৮৪১-৬৩০২৪-এর স্থলে বর্তমান নম্বর হবে ০২৩৩৪৪৮৫৫৫৫, পুরাণবাজার অভিযোগ কেন্দ্রের পূর্বের নম্বর ০৮৪১-৬৪১৫৭-এর স্থলে বর্তমান নম্বর হবে ০২৩৩৪৪৮৭১৫৭। সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণকে এখন থেকে পরিবর্তিত নতুন টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।

সর্বশেষ - চাঁদপুরসমসাময়িক

জনপ্রিয় - চাঁদপুরসমসাময়িক