চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারি আমিনুল ইসলাম ও মহসীন নামে এক দালালকে আটক হয়েছে।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিতিত্তে আটক করা হয় পাসপোর্ট অফিসের ‘অফিস সহকারী’ আমিনুল ইসলামকে। তার কাছ থেকে পুলিশ লক্ষাধিক নগদ টাকা ও বেশ কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
জানাগেছে, সরকারি এলার ফান্ডের নামে চাঁদপুর পাসপোর্ট অফিসে টাকা জমা নেওয়া হয়। চাঁদপুর পাসপোর্ট অফিসের আমিনুল সেই টাকা দালালদের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। পরে আমিনুল ইসলামকে নগদ টাকা ও অনেকগুলো বইসহ আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, আজকে আটক দুই আসামীকে ডিবি পুলিশ থানায় হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ৩০ জানুয়ারি র্যাব-১১ কুমিল্লা বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫শ’ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যাক্তিগত ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।