স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসন এর উদ্যোগে সরকারি শিশু পরিবার, চাঁদপুর এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর খেলার মাঠে উপস্থিত শিশুদের হাতে ওই কম্বল তুলে দেন। তিনি পিতৃ-মাতৃহীন শিশুদের মাতৃস্নেহে জড়িয়ে ধরেন। তিনি বলেন, এ শিশুরা আমাদের আমানত। তাদের সঠিকভাবে দেখাশুনা করতে হবে। তিনি শিশুদের লেখাপড়াসহ দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং তত্ত্বাবধায়ককে কতিপয় নির্দেশনা দেন। জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, রেভেনিউ ডেপুটি কালেক্টর মোঃ খোরশেদ আলম চৌধুরী, সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টীমের প্রধান মোঃ ফারুক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।