ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের দ্বিতীয় তলায় হস্তান্তর পূর্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, নবনির্বাচিত ও হ্যাটট্রিক অর্জন কারী সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ আব্দুল লতিফ, অ্যাডভোকেট কাজী আব্দুল গফুর, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপস্থিত ছিলেন নবনির্বচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএনএম মাঈনুল ইসলাম, সম্পদাক ফরমস্ অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ মোঃ ইমান হোসেন টিটু, জেনারেল অডিটর অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাডঃ মোঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ সাফায়াত হোসেন তালুকদার , সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ মাসুদ রানা, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন মজুমদার, অ্যাডঃ মোঃ আবু কাউছার , অ্যাডঃ তাছলিমা আক্তার সহ সিনিয়র আইনজীবীগণ।

সভা শেষে দুপ্যানেলের সিনিয়র আইনজীবীদের উপস্থিতিতে সভাপতি ও সাধারন সম্পাদকের স্ব স্ব রুমে দায়িত্ব বুঝিয়ে দেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর