ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর জেলার আইন শৃঙ্খলার প‌রি‌স্থি‌তি বেশ ভাল : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লি‌শ ব‌লে‌ছেন, অন‌্যান‌্য জেলার তু‌লনায় চাঁদপুর জেলার আইন শৃঙ্খলার প‌রি‌স্থি‌তি বেশ ভাল। সুন্দরভা‌বে চতুর্থধাপ পর্যন্ত ইউ‌ন্নি নির্বাচন সম্পন্ন কর‌তে পে‌রে‌ছি আগামী দুইধা‌পের নির্বাচন র‌য়ে‌ছে আ‌মি আশা‌ক‌রি সে‌ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হ‌বে।

রোববার (১২ ডিসেম্বর) ‌সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন ক‌ক্ষে জেলা আইন-শৃঙ্খলা ক‌মি‌টির সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে উক্ত কথা ব‌লেন।

জেলা প্রশাসক ব‌লেন, জেলা টাক্স‌ফোর্স ক‌মি‌টি ও মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তরসহ সং‌শ্লিষ্ট সক‌লে খুব সুন্দরভা‌বে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে। যার কার‌নে এতগু‌লো মামলা দেখা যায় এবং রাজস্ব খা‌তে রাজস্ব আয় বেড়ে‌ছে।  আগামী ১৬ ডি‌সেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রথানমন্ত্রী শপথ গ্রহণ করা‌বেন। সকল শ্রেণি পেশার মানুষ এক‌ত্রিত হ‌য়ে চাঁদপুর স্টে‌ডিয়া‌মে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌বে। দুইটার ম‌ধ্যে সক‌লে স্টে‌ডিয়া‌মে প্রবে‌শের পর জাতীয় পতাকা, টুপি‌ ও মাক্স প্রদান করা হ‌বে।

জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা‌দের গ্রাম আদল‌তের বিষ‌য়ে তদার‌কির নি‌র্দেশনা দি‌য়ে ব‌লেন, গ্রাম আদাল‌তের মামলাগুলো দ্রুত নিস্প‌ত্তি কর‌তে হ‌বে। যেন গঅ‌মের মানুষ কষ্ট ক‌রে শহ‌রের এ‌সে মামলা কর‌তে না হয়।

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বক্ত‌ব্যে ব‌লেন, পূজা ও নির্বাচ‌নের কার‌নে কিছু ওয়া‌রেন্ট বে‌ড়ে‌ছে। মাদকের বিরু‌দ্ধে অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে যার ফ‌লে অ‌নেক মাদক উদ্ধার ও মাদক কারবা‌রি আটক হ‌য়ে‌ছে। মাদ‌কের বি‌রুদ্ধে সরকা‌রের জি‌রো টলা‌রেন্স নী‌তি র‌য়ে‌ছে, আমরা তা পালন কর‌তে কাজ কর‌ছি। জনগণ য‌দি আমাদের‌কে তথ‌্য দি‌য়ে সহ‌যো‌গিতা ক‌রে তাহ‌লে পু‌লিশ মাদক নির্মূলে আ‌রো ভাল কাজ কর‌তে পার‌বে। পূজা মন্ড‌পে কিছু কুচক্রী মহল ও স্বাধীনতা বি‌রোধীরা যারা সরকা‌রের উন্নয়ন সহ‌্য কর‌তে পা‌রে না, তারা এ কাজ কর‌ছে। অমারা শক্ত হাতে তা নিমূল ক‌রে‌ছি।

অ‌তি‌রিক্ত জেলা ম‌্যাজি‌ষ্ট্রেট মোহাম্মদ না‌সির উ‌দ্দিন স‌রোয়া‌র এর সঞ্চালনায় আরো বক্তব‌্য রা‌খেন নৌ পুলি‌শের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. বেলায়েত, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সি‌ভিল সার্জন ডা. শাহাদাৎ হো‌সেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মু‌ক্তি‌যোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চেম্বার অব কমা‌র্সের সভাপ‌তি জাহাঙ্গীর হো‌সেন আখন্দ, চাঁদপুর প্রেসক্লা‌বের ইকবাল হা‌সেন পাটওয়ারী প্রমূখ।

সভায় ‌জেলা প‌রিষ‌দের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ২৫০ শয‌্যা বি‌শিষ্ট সরকা‌রি জেনা‌রেল হাসপতা‌লের তত্ত্ববধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, এনএসআই এর উপ প‌রিচালক শাহ মো. আরমান, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সান‌জিদা শাহনাজ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুল আলম লিপন, চাঁদপু‌র কোস্টগা‌র্ডের নবাগত স্টেশন কমান্ডার মাশাদ উ‌দ্দিন না‌হিয়ান, ইসলা‌মি ফাউ‌ন্ডেশ‌নের উপ প‌রিচালক মোহাম্মদ খ‌লিলুর রহমানসহ জেলা আইন-শৃঙ্খলা ক‌মি‌টির সদস‌্যবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর