ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে হত্যা মামলার বাদী হলেন আসামী!

হোসাইন মাহমুদ হোসেন, চাঁদপুর ডাক নিউজঃ

চাঁদপুরের শাহরাস্তির আলোচিত নওরোজ আফরিন প্রিয়া (২১) হত্যা মামলায় তার মা তাহমিনা সুলতানা রুমিকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন। এবার তাকেই আসামী করে আদালতে সোপর্দ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে।

এর আগে প্রিয়া হত্যায় জড়িত সন্দেহে তার মায়ের পরকীয়া প্রেমিক হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রবাহকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ২জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিয়া হত্যা মামলায় তার মা ও মায়ের পরকীয়া প্রেমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রিয়ার মা তাহমিনা সুলতানা রুমি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটক পরকীয়া প্রেমিক মো. আ. হান্নানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে পরবর্তী কার্যদিবসে।

সর্বশেষ - শাহরাস্তি

জনপ্রিয় - শাহরাস্তি