চাঁদপুরে জেলা পুলিশ সদস্যদের জন্য বডিওর্ন ক্যামেরার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর ট্রাফিক বিভাগে কর্মরত ৩৬ পুলিশ সদস্যেদের এ ক্যামেরা দেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এ সময় তিনি বলেন, বডিওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ট্রাফিক পুলিশ সদস্যেদের এ কার্যক্রমের আওয়াতায় আনা হলেও পর্যায়ক্রমে জেলা পুলিশের প্রত্যেক ইউনিটে এটি ব্যবহার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।