ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে চেক বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ৫০ জনকে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সর্বমোট ২৫ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্যে সরকার কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রত্যেকে অসহায় হতদরিদ্রদেরকে অনুদানের চেক প্রদান করা হবে। তিনি আরো বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিদা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সকলেই এ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। ৬ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক চাঁদপুর অঞ্জনা খান মজলিশের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক রজত শুভ্র সরকার।
৫০ জন চেক গ্রহীতাদের মধ্যে ৩৫ জন ক্যান্সার, ৫ জন স্ট্রোকে প্যারালাইজড ও ১০ জন থ্যালাসেমিয়া রোগী।
উল্লেখ্য যে, উক্ত ২৫ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ ছাড়াও ২০২১-২২ অর্থবছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা সহায়তা বাবদ ১ম কিস্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। শীঘ্রই ১১৫ জন জটিল রোগীকে ৫০ হাজার টাকা হারে সহায়তা দেয়া হবে।
সুবিধাভোগীগণ হলেন: (ক্যান্সার) সর্বজনাব- ০১। আব্দুল প্রধান, মাতাঃ মৃত মহরজান, পিতাঃ মৃত আঃ মজিদ প্রধান, গ্রামঃ টোকচাঁদপুর, পোঃ খিদিরপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর ০২। বিউটি রানী, মাতাঃ মৃত সেফালী ঘোষ, পিতাঃ কৈশব ঘোষ, গ্রামঃ ও পোঃ নায়েরগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর ০৩। মোঃ মহিন উদ্দিন , মাতাঃ মোসাম্মৎ রৌশনারা বেগম, পিতাঃ মোঃ আঃ আজিজ, গ্রাম: নলুয়া, পো: সাহেদাপুর, কচুয়া, চাঁদপুর ০৪। মোঃ শরীফ হোসেন, মাতাঃ জোসনা বেগম, পিতাঃ আবুল কালাম ,গ্রামঃ চরমুকুন্দ, পোঃ মতলব বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর ০৫। তাছলিমা আক্তার, মাতাঃ মৃত মনোয়ারা বেগম, পিতাঃ মৃত আব্দুল হক, গ্রামঃ কদমতলী, পোঃ মতলব বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর ০৬। গনেশ চন্দ্র ঘোষ, মাতাঃ সুমিতি রানী ঘোষ, পিতাঃ সূর্য কান্ত ঘোষ, কাপলী পট্টি, পুরানবাজার, চাঁদপুর ০৭। নার্গিস বেগম, মাতাঃ সুফিয়া বেগম, পিতাঃ মোঃ নান্নু মোল্লা, জাফরাবাদ, পুরানবাজার, চাঁদপুর ০৮। মোঃ আলী আহম্মদ গাজী, মাতাঃ আংকুরীর নেছা, পিতাঃ মৃত আবুল হোসেন গাজী, গ্রামঃ উপাদী, পোঃ বায়ালীয়া বাড়ি, মতলব দক্ষিণ, চাঁদপুর ০৯। আল আমিন, মাতাঃ আয়না মতি, পিতাঃ রাজ্জাক, গ্রামঃ উপাদী, পোঃ বায়ালীয়া বাড়ি, মতলব দক্ষিণ, চাঁদপুর ১০। মোঃ মাসরুর প্রধান, মাতাঃ শাহিনুর, পিতাঃ মোঃ মাসুদ প্রধান, গ্রামঃ রসুলপুর, পোঃ পয়ালী, মতলব দক্ষিণ, চাঁদপুর ১১। মোঃ তানজিল আহম্মেদ, মাতাঃ মোসাঃ তাসলিমা বেগম, পিতাঃ মৃত খলিলুর রহমান, গ্রামঃ ও পোঃ চরমুকুন্দি, মতলব দক্ষিণ, চাঁদপুর ১২। এম এ মালেক, মাতাঃ মমতাজ বেগম, পিতাঃ মৃত সুভা মুন্সী, গ্রামঃ নাগদা, পোঃ খাদেরগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর ১৩। সখিনা বেগম, মাতাঃ শামছুর নাহার, পিতাঃ আদম খলিফা, কোড়ালিয়া রোড, চাঁদপুর ১৪। তাহমিনা (লাভলী), মাতাঃ রোকেয়া বেগম, পিতাঃ আবুল খায়ের মিয়াজী, গ্রামঃ তেলিমাছুয়াখাল, পোঃ খিদিরপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর ১৫। মোঃ আতাউল্লাহ মজুমদার, মাতাঃ রোকেয়া বেগম, পিতাঃ মোঃ মুজিবুর রহমান, গ্রাম: জয়নগর, কচুয়া, চাঁদপুর, ১৬। রহমালী মিয়া, পিতাঃ মৃত জাফর আলী, মাতাঃ গোপালী বেগম, গ্রাম: উজান ছিনাইয়া, পো: উজান ছিনাইয়া, কচুয়া, চাঁদপুর ১৭। মোঃ নজরুল ইসলাম, মাতাঃ রজ্জবের নেছা, পিতাঃ সোনা মিয়া তালুকদার, গ্রাম: আশ্রাফপুর, কচুয়া, চাঁদপুর ১৮। মিস বিলকিছ আক্তার, মাতাঃ সাজু বিবি, স্বামী: নাছিম মিয়া, গ্রাম: সাজিরপাড়,সাচার কচুয়া, চাঁদপুর ১৯। শাহিনুর আক্তার, মাতাঃ শামছুন নাহার, স্বামী: আবুল খায়ের মিয়াজী, গ্রাম: কাদলা, কচুয়া চাঁদপুর ২০। নুরুল ইসলাম, তাঃ সুফিয়া বেগম, পিতাঃ কেরামত আলী, গ্রামঃ গোবিন্দপুর, পোঃ মাস্টার বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর ২১। মোঃ ওয়ালি উল্লাহ, মাতাঃ আনজুমা বেগম, তাঃ মৃত আইজ উদ্দিন, গ্রামঃ হুরমহিষ, পোঃ নারায়নপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর ২২। রাবিয়া বেগম, মাতাঃ লজ্জাতুর নেছা, পিতাঃ শেকান্তর গাজী, গ্রামঃ উত্তর নলূয়া, পোঃ বোয়ালিয়া বাড়ি, মতলব দক্ষিণ, চাঁদপুর ২৩। মোঃ রিয়াজ হোসেন, মাতাঃ দীল আফরোজা দোলন), পিতাঃ মোঃ মিজানুর রহমান, গ্রাম: রামপুর, আশ্রাফপুর, কচুয়া চাঁদপুর ২৪। খোকন, মাতাঃ শামছু, পিতাঃ হাবিব, গ্রাম: শাসনখোলা, কচুয়া চাঁদপুর ২৫। হাজেরা, মাতাঃ মমতাজ, স্বামীঃ মজিব, গ্রামঃ নাউজান, পোঃ নায়েরগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর ২৬। সুরাইয়া আক্তার, মাতাঃ মনোয়ারা বেগম, পিতাঃ মৃত মোঃ সামছুল আলম, গ্রামঃ দঃ বাইশপুর, পোঃ মতলব বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর ২৭। সীমা রানী দাস, মাতাঃ হিরু রানী দাস, পিতাঃ গোপিনাথ চন্দ্র দাস, পাল পাড়া, নতুনবাজার, চাঁদপুর ২৮। আনোয়ারা বেগম, মাতাঃ রাহেলা বেগম, পিতাঃ মোঃ ইদ্রিস মিয়া, গ্রাম: কড়ইয়া, কচুয়া, চাঁদপুর ২৯। মধু চন্দ্র বণিক, মাতাঃ হরি দাসি রাণী বণিক, পিতাঃ রাখাল চন্দ্র বণিক, গ্রাম: উত্তর শিবপুর, কচুয়া, চাঁদপুর ৩০। মোঃ আহসান উল্লাহ, মাতাঃ জুলেখা বেগম, পিতাঃ আবুল হোসেন, গ্রাম: প্রসন্নকাপ, তুলফাই, কচুয়া চাঁদপুর ৩১। জুবায়েদ হাছান ফরহাদ, মাতাঃ তানজিলা আক্তার, পিতাঃ ফারুক গাজী, উত্তর শ্রীরামদী, নতুনবাজার, চাঁদপুর ৩২। মোঃ নূরুল ইসলাম, মাতাঃ আছিয়া বেগম, পিতাঃ আশেক আলী প্রধান, গ্রাম: তুলপাই, কচুয়া, চাঁদপুর ৩৩। হাওয়া বেগম, মাতাঃ আহেদুন্নেছা বেগম, পিতাঃ কুদ্দুস মুন্সী, গ্রামঃ গোবিন্দপুর, পোঃকালিকাপুর, মতলব দক্ষিণ, চাঁদপুর ৩৪। মোঃ মাছুম, মাতাঃ জরিনা বেগম, পিতাঃ আবদুল মিজি, গ্রামঃ ধুলিউড়া, মধ্য নওগাঁও, মতলব দক্ষিণ, চাঁদপুর ৩৫। সেতারা বেগম, মাতাঃ হারছা বেগম, পিতাঃ এয়াকুব আলী মজুমদার, গ্রাম: আকানিয়া নাছিরপুর, কচুয়া, চাঁদপুর
(স্ট্রোকে প্যারালাইজড) সর্বজনাব- ৩৬। জয়নাল আবদীন মিয়াজী, মাতাঃ আমেনা বেগম, পিতাঃ আলী আহমদ মিাজী, গ্রাম:-এনায়েতপুর, পো: আলীগঞ্জ হাজীগঞ্জ, চাঁদপুর ৩৭। মোঃ জহিরুল আলম, মাতাঃ আবিদারা খাতুন, পিতাঃ আহমদ আলী, গ্রাম:সুহিল, পো: খান সুহিলপুর, হাজীগঞ্জ, চাঁদপুর ৩৮। আবদুল মালেক, মাতাঃ উলফতেরনেছা, ছলিমদ্দিন, গ্রাম: বেলঘর, পো: বলিয়া, হাজীগঞ্জ, চাঁদপুর ৩৯। মোঃ জয়নাল, মাতাঃ জয়নব বানু, পিতাঃ মৃত মোঃ হানিফ, গ্রাম: কালচোঁ, পো: কালচোঁ, হাজীগঞ্জ, চাঁদপুর ৪০। মোঃ নুনু গাজী, মাতাঃ ফাতেমা বেগম, পিতাঃ চানমিয়া, গ্রাম: সেন্দ্রা, পো: সেন্দ্রা বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর
(থ্যালাসেমিয়া) সর্বজনাব – ৪১। লিজা আক্তার, মাতাঃ জেসমিন আক্তার বিউটি, পিতাঃ গোলাম রাব্বানী, গ্রাম: পিরোজপুর, পো: রঘুনাথপুর, হাজীগঞ্জ, চাঁদপুর ৪২। রাহুল চন্দ্র শীল, মাতাঃ আষ্টমী রানী শীল, পিতাঃ বিশ্বনাথ শীল, গ্রাম: দক্ষিণ বড়কুল, পো: বড়কুল, হাজীগঞ্জ, চাঁদপুর ৪৩। মেহেদী হাছান, মাতাঃ নুরজাহান বেগম, পিতাঃ মোস্তফা কামাল, গ্রাম: ঘড়িহানা, পো: টোরামুন্সিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর ৪৫। মোঃ বেলাল গাজী তালহা, মাতাঃ ফাহিমা, পিতাঃ রুবেল গাজী, মৈশাদী, ওয়ার্ড নং- ০৪, চাঁদপুর সদর, চাঁদপুর ৪৬। আবদুল কাদের জিলানী, মাতাঃ আকলিমা বেগম, পিতাঃ মোঃ কামাল হোসেন মজুমদার, গ্রাম:নাসির কোট, ডাক: নাসির কোট, হাজীগঞ্জ, চাঁদপুর ৪৭। আয়শা ইসলাম নিসাত, মাতাঃ আমেনা বেগম, পিতাঃ মোঃ নজরুল ইসলাম, দক্ষিন রঘুনাথপুর, চাঁদপুর ৪৮। মোঃ ইসমাইল গাজী, মাতাঃ রোকেয়া বেগম, পিতাঃ জয়নাল আবেদীন গাজী, কল্যান্দী কল্যাণপুর, চাঁদপুর সদর ৪৯। মোঃ সাইফুল ইসলাম গাজী, মাতাঃ ফেরদৌসী বেগম, পিতাঃ মোঃ ইছমাইল গাজী, কল্যান্দী, পো: বাবুরহাট,কল্যাণপুর, চাঁদপুর সদর, চাঁদপুর ৫০। সাদিয়া আক্তার, মাতাঃ আমেনা আক্তার, পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম মীর, বরই গাঁও, রঘুনাথপুর, কাদলা, কচুয়া, চাঁদপুর।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর