ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ‘ইনটেন্ট ইন্টেরিয়র’-এর নতুন শাখার উদ্বোধন

চাঁদপুরে ‘ইনটেন্ট ইন্টেরিয়র’-এর নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতরত মুসল্লিবৃন্দ।

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের স্টেডিয়াম মার্কেটে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) শুভ উদ্বোধন হলো ইন্টেরিয়র ডিজাইনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘ইনটেন্ট ইন্টেরিয়র’। প্রতিষ্ঠানটি বাসা, অফিস, রেস্টুরেন্ট এবং শো-রুম সাজানোর জন্য মানসম্মত পণ্য ও পরামর্শসেবা প্রদান করে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শাহ মো. আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মুরাদ হোসেন খান, পুরানবাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাবিব পাটওয়ারী, চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি কাজী ফজলুল কবীর এবং চাঁদপুর ব্রাঞ্চের সিইও জামাল হোসেন সুমন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বন্ধু মহলের সদস্যবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব হাফেজ মো. আব্দুল রাজ্জাক ও হাফেজ মাওলানা জাকির হোসেন।

প্রতিষ্ঠানটির সিইও ও চাঁদপুরের সন্তান, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন তানজীল বলেন, “ইনটেন্ট ইন্টেরিয়রে আপনি পাবেন স্বপ্নের বাসা, অফিস, রেস্টুরেন্ট কিংবা শো-রুম সাজানোর জন্য প্রয়োজনীয় মানসম্মত পণ্য ও অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শ। আমাদের দক্ষ ফেব্রীকেটর টিম আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সদা প্রস্তুত। অনেকেই মনে করেন, ইন্টেরিয়র মানেই অনেক খরচ—আসলে তা নয়। এটি এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আমরা দিচ্ছি সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ সেবা।”


চাঁদপুরের শোরুম ছাড়াও ইনটেন্ট ইন্টেরিয়রের আরও দুটি শোরুম রয়েছে ঢাকার হাতিরপুলে দেশের বৃহত্তম টাইলস মার্কেটে এবং মহাখালীর ইন্টেরিয়র মার্কেটে।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর