চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা কোনভাবেই কমছে না। প্রতিদিনই বিভিন্ন সড়কে ঘটেই চলেছে দুর্ঘটনা। হাজীগঞ্জের বলাখালে পিকআপের ধাক্কায় বাবা ও তার শিশু ছেলের মৃত্যুর পর, মতলব উত্তরে ট্রলির চাপায় সাইকেল আরোহী শিশু স্কুল শিক্ষার্থীর মৃত্যু।
আর ৭ই মার্চ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অটোরিক্সা সড়ক ছেড়ে খালে উল্টে পড়ে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছে। আহত দের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। সোমবার দুপুর ৩ টায় এই ঘটনা ঘটে।
চাঁদপুর সদর হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, দুপুরে ২ নারী ও ২ পুরুষকে লোকজন ধরাধারি করে জরুরী বিভাগে নিয়ে আসে। আহতদের মধ্যে মমতাজ বেগম(৭৫), জবাইদা বেগম(৫৫), আবুল কাশেম হোসেন(৫৬) ও সজল হোসেন(৩২) নামে ৪ জনের চিকিৎসা চলছে। এই ঘটনা প্রসঙ্গে আহতদের স্বজন মনির হোসেন জানান, চাঁদপুর সদরের বাগাদী সাহেব বাজার থেকে চাঁদপুর শহরের দিকে আসতে ব্যাটারি চালিত অটো রিক্সায় উঠেন তার ৪ জন আত্মীয়। পরে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মোড়ে অটোর দিকে দ্রুত গতির ট্রাকটি চেপে গিয়ে ওভার টেকিং করতে যায়। আর ওই ট্রাককে সাইড দিতে গিয়ে নিরাপদে পাশ কাটতে গিয়ে অটো রিক্সাটি পাশের খালে উল্টে পড়ে যায়। এতে অটো চালক অক্ষত থাকলেও অটোতে থাকা ৪ যাত্রীই আহত হন।