ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের সভা

চট্টগ্রাম বিভাগে নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন চাঁদপুর জেলায় কর্মরত প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার ভার্চুয়ালি এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে যুক্ত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, সকল অতিরিক্ত জেলা প্রশাসক, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)গণ এবং সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে রাতে এনডিসির সাথে কথা হলে তিনি জানান, বিভাগীয় কমিশনার মহোদয় নতুন যোগদান করেছেন। বিভাগীয় কমিশনারগণ যোগদান করার পর সকল জেলা প্রশাসক কার্যালয় ভিজিট করেন, এ মতবিনিময় সভা তারই অংশ। যেহেতু করোনা পরিস্থিতির কারণে স্বশরীরে এসে ভিজিট করা সম্ভব নয়, সেজন্যে তিনি ভার্চুয়ালি মতবিনিময় এবং ভিজিট করেন। গতকাল চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের আরো কয়েকটি জেলা এ মতবিনিময় সভায় যুক্ত ছিলো।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর