স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামের স্বর্গীয় রাজমোহন দেবনাথের বাড়িতে বিশ^শান্তিকল্পে ২৪ প্রহরব্যাপী (তিনদিনব্যাপী) হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে। গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় মহাঅধিবাসের মধ্য দিয়ে হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মহাঅধিবাস অনুষ্ঠানে শ্রীমতদ্ভগবত পাঠ করেন কুমিল্লার নরেশ গোস্বামী ও নরসিংদীর নিউটন দেবনাথ লিটন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি রাধেশ্যাম রায় (মাস্টার) ও সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রমনী মোহন দেবনাথ, সাধারণ সম্পাদক কার্তিক দেবনাথসহ এলাকার শতশত ভক্তবৃন্দ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ৭টি কিত্তর্ণীয়া দল অংশগ্রহণ করেছে।