ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাটরিনাকে ভিকির চেয়ে দামি উপহার দিয়েছেন দুই প্রাক্তন!

সালমান খান এবং রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও শেষ পর্যন্ত বিয়ের জন্য ভিকি কৌশলকেই বেছে নেন ক্যাটরিনা। কদিন আগেই সাত পাঁকে বাধা পড়েন তারা। কিন্তু উপহারের দিক থেকে ঠিকই ভিকিকে ছাপিয়ে গিয়েছেন ক্যাটরিনার দুই প্রাক্তন। অন্তত ক্যাটকে দেওয়া বিয়ের উপহার সেই কথাই বলছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ভিকি কৌশল বিয়ের জন্য নববধূ ক্যাটরিনাকে নীলা পাথরের চারদিকে হীরকখণ্ডবিশিষ্ট আংটি উপহার দিয়েছেন। সেটির বাজারমূল্য ১.৩ কোটি রুপি। ভিকি নিজের স্বপ্নের রাণীকে যুক্তরাজ্যের রাজবধূ লেডি ডায়নার মতোই বিয়ের আংটি উপহার দিলেও ক্যাটরিনা তার দুই প্রাক্তন দিয়েছেন এর চেয়েও দামি উপহার।

সর্বশেষ - বিনোদন

জনপ্রিয় - বিনোদন