স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলববের হারিয়ে যাওয়া শিক্ষাকে সমৃদ্ধ করতে ও প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুল। ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। কেএফটির প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, কেএফটির উপদেষ্টা জাকির হোসেন কামাল, স্কুলের অধ্যক্ষ বাবর মোঃ সেলিমসহ স্কুলের সকল প্রভাষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী। পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্কুলের উপদেষ্টা জাকির হোসেন কামাল বলেন, আপনারা আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন য়ার উপযুক্ত ফলাফল আপনারা পাবেন, ইনশাআল্লাহ। পরবর্তীতে নিজ নিজ শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী প্রবেশ করার পর প্রভাষকবৃন্দ ফুল এবং চকোলেট উপহার প্রদানের মাধ্যমে তাদের বরন করে নেন।