স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাস্থ ঢাকিরগাঁও বারী নগরে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে। ১ ডিসেম্বর ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মতলব পৌরসভার মেয়র ও কেএফটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান আওলাদ হোসেন লিটন। এ সময় উপস্থিত ছিলেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল (অবঃ) বাবর মোঃ সেলিম। জানা যায়, স্কুলের প্রভাষকগণকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের নিজস্ব বাসে সংক্ষিপ্ত আনন্দ ভ্রমন আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুল এর ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রভাষক কামালউদ্দিন। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রত্যেক প্রভাষক নিজ নিজ লেসন প্ল্যান, লেকচার শীট ও ডিজিটাল কন্টেন্ট প্রেজেন্টেশন তৈরি করেন। চমৎকার ও অত্যন্ত দক্ষতার সাথে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করেন প্রভাষক বদিউল আলম বাবু (বিজ্ঞান), আরিফুল ইসলাম (গণিত), সজল মজুমদার (আর্ট এন্ড ক্রাফট) এবং হাসান ইমাম সোহাগ (আইসিটি)।