ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৮৩তম রাসোৎসব অনুষ্ঠিত

গত ১৭ নভেম্বর বুধবার হতে ২০ নভেম্বর শনিবার (প্রাতে) পর্যন্ত কুমিল্লা রাণীরবাজার শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৮৩তম রাসোৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- ১৭ নভেম্বর অপরাহ্ন ৩:০০ ঘটিকা হতে বেদবাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা শেষে গঙ্গা আবাহন, অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা।
এরপরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীনাম প্রদান শেষে শ্রী শ্রী ঠাকুরপূজা ও ভোগ আরতি, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও শ্রী শ্রী রাস পূজা এবং ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শ্রীনাম প্রদান শেষে ঠাকুরপূজা, ভোগ আরতি ও মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং ২০ নভেম্বর শনিবার ভোর ৫ টায় শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন। এতে নামসূধা পরিবেশন করেন- শ্রী শ্রী গোষ্ঠ গোপাল সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়।  এ সময় উপস্থিত ছিলেন- দেশের বিভিন্ন জেলা-উপজেলা হতে আগত হাজারো ভক্ত-শ্রোতাদর্শক।
উক্ত উৎবানুষ্ঠান শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে উদযাপন করতে পেরে কুমিল্লাবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উৎসব উদযাপন কমিটি।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ