ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমারডুগীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

রাস্তার পাশে দাড়ানো অবস্থায় একটি কfভার্ড ভ্যানের সাথে চলন্ত মোটর সাইকেলের ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় নুরুল আমিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর কুমারডুগী মাজার গেটের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুরুল আমিন নিজ মোটর সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয় বলে চাঁদপুর সদর মডেল থানা এসআই রাশেদুজ্জামান জানিয়েছেন।সে শাহমাহমুদপুর ইউনিয়ন ভাটের গাঁও-গ্রামের রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, কাজ শেষে রাতের বেলায় বাড়ি ফেরার পথে কুয়াশার কারণে রাস্তার পাশে বিকল অবস্থায় দাঁড় করানো কভার্ডভ্যান দেখতে না পেয়ে সেটির সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে মাথায় মারাত্মক আঘাত পায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসার আধাঘন্টা মধ্যে সে মারা যায়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা এসআই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদন করা হলে গতকাল বুধবার সকালে নিহত নুরুল আমিনের মৃতদেহ পুলিশ থানা থেকে স্বজনদের কাছে হস্তান্তর করে।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর