ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় ১২ ইউপিতে নৌকা পেলেন যারা

কচুয়া উপজেলায় ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূরান্ত করেছে আওয়ামী লীগ। রবিবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনীত এই ১২ প্রার্থী আগামী ৫ জানুয়ারী নৌকা প্রতীকে চেয়্যারম্যান পদে লড়বেন।

তাঁরা হলেন- সাচার ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার নৌকার মনোনয়ন পেয়েছেন। তিনি ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি। পাথৈর ইউনিয়নে কামাল পারভেজ মিয়াজী নৌকার মনোনয়ন পেয়েছেন। বিতারা ইউনিয়নে নৌকা পেয়েছেন রাজিব আহমেদ রাজু। তিনি উপজেলা যুবলীগের সহসভাপতি। পালাখাল মডেল ইউনিয়নে নৌকা পেয়েছেন আহাদ গাজী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সহদেবপুর ইউনিয়নে নৌকা পেয়েছেন আলমগীর হোসেন। তিনি ইউনিয়ন বর্তমান আওয়ামী লীগের সভাপতি। উত্তর কচুয়ায় নৌকার মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন। কচুয়ায় সদর দক্ষিন নৌকার মনোনয়ন পেয়েছেন আলী আজগর প্রধান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। কাদলা ইউনিয়নের নৌকা মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু। কড়ইয়া ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের সভাপতি সালাম সওদাগর। গোহট উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির হোসেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক। গোহট দক্ষিন ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন। আশ্রাফপুর ইউনিয়নের নৌকা মনোনয়ন পেয়েছেন ওমর ফারুক শামীম। তিনি কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য।
ফম/এমএমএ/

সর্বশেষ - কচুয়া

জনপ্রিয় - কচুয়া