স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপে ৫ জানুয়ারি কচুয়ায় ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের নির্বাচনকে জনৈক প্রার্থীর পক্ষে প্রভাবিত ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রে স্থানীয় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ৭জন শিক্ষককে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী দু’জন চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মোঃ রফিকুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের রেজাউল মাওলা হেলাল মুন্সি এ অভিযোগ করে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন অভিযোগ সম্পর্কে আমি অবগত হয়েছি। তবে বিষয়টি দেখছেন রিটার্নিং কর্মকর্তা। তারপরও আমি প্রকৃত বিষয়টি জানবো। রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন এবং এ নিয়ে কথা বলেননি।
জানা যায়, জনৈক চেয়ারম্যান প্রার্থীকে সুবিধা দিতে তার পক্ষ্যে এ প্রক্রিয়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।