ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ার মোজাম্মেল হোসেন সৌদি আরবে দুর্ঘটনায় নিহত

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া কচুয়ার শ্রমিক মোজাম্মেল হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উভয় দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। উপজেলার ভূঁইয়ারা গ্রামের সফিকুল মজুমদারের ছেলে রেমিট্যান্সযোদ্ধা মোজাম্মেল হোসেন ৪ বছর যাবত সৌদি আরবে ছিলেন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা-বাবাসহ পরিবারের লোকজন শোকে কাতর। পাশাপাশি তার বাড়িতে পরিবার ও আত্মীয়দের মাঝে শোকের মাতম বইছে।

নিহতের বাবা সফিকুল মজুমদার ও ভাই আহসান হাবীবসহ এলাকাবাসী জানান, চার বছর আগে মোজাম্মেল হোসেন সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে কাজ করতেন তিনি। বুধবার বিকেলে জেদ্দা থেকে কাজে যাওয়ার সময় তাকে ক্যাভার্ডভ্যান চাপা দিলে মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে মারা যান। বর্তমানে তার লাশ সৌদি আরবের একটি হাসপাতালে পড়ে আছে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই আহসান হাবীব ও বাবা সফিকুল মজুমদার।

সর্বশেষ - কচুয়া

জনপ্রিয় - কচুয়া