শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ ১৬ নভেম্বর মঙ্গলবার একদিনের সরকারি সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি সকাল পৌনে ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের ১১ বৎসর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে শহরস্থ আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে (ছাত্র শাখা) অনুষ্ঠিত চাঁদপুর জেলায় ১২ থেকে ১৮ বয়সের শিক্ষার্থীদের মাঝে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে অসুস্থ নবজাতক শিশুদের বিশেষ সেবায় স্থাপিত ওয়ার্ডের শুভ উদ্বোধন করবেন। পরে একই স্থানে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক ২টি জেনারেল আ্যানেস্থেসিয়া মেশিন হস্তান্তর করবেন। দুপুর ১২টায় চাঁদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির আসন অলকৃত করবেন। দুপুর দেড়টায় নিজ বাসভবনে কিছু সময় অতিবাহিত শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।