ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উৎসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মতলব শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে ৮ দিনব্যাপী (৬৪ প্রহর) হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মতলব পৌরসভার মেয়র, থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, জেলা, উপজেলা, পৌর পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাগো হিন্দু পরিষদ, জগন্নাথ মন্দির কমিটি, সনাতন সমাজ সংস্কার শান্তি সংঘ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ, সুধীসমাজসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরের উৎসব কমিটির সভাপতি চন্দন সাহা ও সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ। তারা এক বিবৃতিতে বলেন, হাজার হাজার ভক্তবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ