ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার গণসংযোগ

স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা ৩০ অক্টোবর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ও গ্রামে ব্যাপক গণসংযোগ শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র নৌকা প্রতীক নিয়ে এলাকায় আসলে ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার জনতা তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির বকাউল, সাধারণ সম্পাদক মানিক মৃধা দীপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ইমরানসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ