ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উপাদী দক্ষিণে ইউনিয়নের নৌকার মাঝি গোলাম মোস্তফা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের নৌকার মাঝি বর্তমান সফল জনবান্ধব চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা। ২৫ অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হয়।
জানা গেছে, চূড়ান্ত প্রার্থীদেরকে শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তাদের হাতে তুলে দেয়া হবে। আগামী ২ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ। গোলাম মোস্তফা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ দলীয় সকলের প্রতি এবং ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় গোলাম মোস্তফাকে উপাদী দক্ষিণ ইউনিয়নবাসী অভিনন্দন জানিয়েছেন।

 

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized