স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরের ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল। ইউনিয়নের সচিবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সদস্য নিপেন্দ্র চন্দ্র দাস, ২নং ওয়ার্ডের সদস্য রঞ্জিত প্রধান, ৩নং ওয়ার্ডের সদস্য ফয়েজ সরকার, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সোলায়মান খান, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য আলমগীর পাটওয়ারী, ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ খলিল, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুস সালাম, ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আল-আমিন, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য মুক্তা বণিক, ৪, ৫ ও ৬নং ওয়র্ডের সদস্য রুমা আক্তার, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য শিউলী আক্তার। প্রথম সভায় সকল ইউপি সদস্যবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চেয়ারম্যান মহোদয়ও সকল ইউপি সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়াও সভায় শুভেচ্ছা বিনিময়সহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।