স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিতারকান্দি গ্রামে মেম্বার পদপ্রার্থী ও বর্তমান সফল মেম্বার নৃপেন্দ্র চন্দ্র দাসের মোরগ মার্কার সমর্থনে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। ২২ নভেম্বর তিতারকান্দি গ্রামের ১নং ওয়ার্ডের উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, দাসপাড়া, ঠাকুরবাড়ি, পোদ্দার বাড়ি, ঘোষবাড়িসহ প্রত্যেক পাড়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মোরগ মার্কার ভোট প্রার্থনা করেন মেম্বার প্রার্থী নৃপেন্দ্র চন্দ্র দাস। এ সময় শত শত কর্মী-সমর্থকরা ও ভোটাররা নৃপেন্দ্র চন্দ্র দাসকে জড়িয়ে ধরে আর্শিবাদ করেন এবং তিনিও সকলের কাছে আর্শিবাদ, দোয়া ও সকলের সমর্থনসহ সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আগামী ২৮ নভেম্বর রোববার নির্বাচনে নৃপেন্দ্র চন্দ্র দাসকে মোরগ মার্কায় ভোট দিয়ে তাদের যোগ্য নেতা নির্বাচন করবেন এ প্রত্যাশা ও দাবী তিতারকান্দি গ্রামবাসীর। এলাকার ৯৫% ভোটার সনাতন ধর্মাবলম্বী। ভোটাররা শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু-সুন্দর পরিবেশে যাতে নিজের ভোট নিজেই দিতে পারে এই প্রত্যাশাই তিতারকান্দি গ্রামবাসীর।