ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামাবাদ ইউনিয়নের সফল মেম্বার নৃপেন্দ্র চন্দ্র দাস

স্টাফ রিপোর্টার : একজন বিনয়ী, শিক্ষিত, মার্জিত সফল ও জনবান্ধব ইউপি সদস্য (মেম্বার) নৃপেন্দ্র চন্দ্র দাস। কর্মময় জীবনের শুরুতেই যিনি শিক্ষকতা করতেন। এক সময় শিক্ষাকতার পেশা ছেড়ে সরকারি চাকুরিতে যোগদান করেন। সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর জনসেবার জন্য নিজেকে মনোস্থির করেন। এরই অংশ হিসেবে মানবসেবার পাশাপাশি জনগণের ডাকে সাড়া দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের (তিতারকান্দি গ্রামের একাংশ) উপ-নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে (মেম্বার) নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেন। মানুষের যেখানেই সমস্যা সেখানেই ছুটে যান তিনি। এলাকার সকল মানুষই হচ্ছে তাঁর পরম আত্মীয়। দিন-রাত এলাকার মানুষের পাশে থেকে প্রচার-প্রচারণাসহ কুশল বিনিময় করছেন। এরই মাঝে সারাবিশে^ বৈশি^ক মহামারী দেখা দেয়। এ সময় তিনি ঘরে বসে না থেকে সরকারের নির্দেশে ও অত্র চেয়ারম্যানের সাথে সমন্বয় করে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে একজন করোনা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। যা এখনো অব্যাহত রয়েছে।
রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগের কর্মী থেকে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে নিরবে-নিভৃতে কাজ করেছেন। চাকুরির পাশাপাশি দলের জন্য নিরবে ভূমিকা রেখেছেন। একজন সাদা মনের মানুষ হিসেবে এলাকার সকলের কাছে তিনি পরিচিত মুখ।
একান্ত সাক্ষাতে তিনি বলেন, শিক্ষকতা করেছি, সরকারি চাকুরি করেছি। কর্মের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করেছি। শিক্ষকতা ও অত্র ইউনিয়নে পরিবার-পরিকল্পনা বিভাগে একজন ইন্সপেক্টর হিসেবে চাকুরি করার সুযোগে জনগণের জন্যও কাজ করেছি। যার কারণে এলাকার সকলেই আমার পরিচিত মুখ। বিশেষ করে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর মানুষের ঘরে গিয়ে কাজ করতে সক্ষম হয়েছি। আমার স্বপ্ন ছিলো এলাকার ও মানুষের জন্য নিরন্তর কাজ করা। আর সেটা বাস্তবায়ন হয়েছে তিতারকান্দি গ্রামবাসীর জন্য। অত্র ইউনিয়নে ১নং ওয়ার্ডের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে উপ-নির্বাচনে মেম্বার নির্বাচিত করে জনসেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি মহান সৃষ্টিকর্তাসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে উন্নয়ন করছে। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আর্শিবাদ করবেন। প্রধানমন্ত্রী ঘোষিত ‘গ্রাম হবে শহর’ প্রকল্প বাস্তবায়নে জনগণ আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। আমি আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আগামী ২৮ নভেম্বর অত্র ইউনিয়নে নির্বাচনে পূর্ণ মেয়াদে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছি। আপনাদের সাথে থেকে সুখ-দুঃখের সাথী হয়ে আগামী দিনগুলোতেও কাজ করতে চাই। এজন্য আমি সকলের কাছে সমর্থন, দোয়া ও আর্শীবাদ কামনা করছি।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized