ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশ শিকারে মেঘনায় জেলেরা

মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২২ দিন দেশে মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেরা ইলিশ মাছ শিকারে নেমেছে জেলেরা। ইতোমধ্যেই মেঘনা পাড়ের প্রতিটি মাছের আড়ৎ জমজমাট হয়ে উঠতে শুরু করেছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে হরিণা ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায় বহু সংখ্যক মাছ ধরার ট্রলার মাছ ধরে আড়তে নিয়ে আসছে। মুহূর্তে হাঁকডাক দিয়ে ইলিশগুলো পাইকারি বিক্রি হচ্ছে। একই অবস্থা সদরের আনন্দ বাজার, আখনের হাট, হাইমচরের কাটাখালি, আমতলি, চরভৈরবী আড়তে।

 

জেলে ও ব্যবসায়ীরা বলছেন, অভিযান মাত্র শেষ হয়েছে। এখনো তেমন আশানরুপ ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে তারা ইলিশ পাবে বলে আশাবাদী।

এদিকে, ২২ দিনের অভিযানে চাঁদপুর জেলা টাস্কফোর্স ইলিশ শিকারের অপরাধে ২১৮জন জেলকে কারাদণ্ড দিয়েছে। পৃথক অভিযানে নৌপুলিশ ৬৩৮জন জেলেকে আটক করে। তাদের বিরুদ্ধে ১২২টি নিয়মিত মামলা দায়ের করে। মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলার ৪৪ হাজার ৫শ’ জেলেদের মাঝে সরকার ২০ কেজি করে বিজিএফের চাল বিতরণ করে।

সর্বশেষ - ইলিশ

জনপ্রিয় - ইলিশ