ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব পৌরসভার ধন্যবাদের একি হাল!

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় এই মেয়রের পৌরসভার সীমানা স্তম্ভ (সাইনবোর্ড) ভেঙে আছে গত কয়েকবছর। সচেতনতা ও দায়িত্বশীলতার অভাবে কেউই এটি মেরামত করার দায়িত্ব নিতে পারেননি। এতে পথচারীদের যাওয়ার পথে এটি দেখতে অনেকটা দৃষ্টিকটুই মনে হয়। মতলব পৌরসভা থেকে পূর্বে ৩ কিলোমিটার পূর্বে ধনারপাড় মদীনাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়কের উত্তর পাশে এই ‘ধন্যবাদ মতলব পৌরসভা’ লেখা স্তম্ভটি মাঝখানে ভেঙে ঝুলে আছে।

স্থানীয়রা জানান, কে করবে এটির মেরামত। স্বাগতম আর ধন্যবাদ এর যদি হয় এই হাল, তবে পৌরসভার বাকী ব্যবস্থাপনা কি রকম তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের সময় দেখা মিলে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের। এরপর প্রয়োজন ছাড়া কারোই দেখা মিলে না। তবে এটি মেরামত করলে দৃষ্টিকটু দেখবে না। আশা করি মেয়র ও স্থানীয় কাউন্সিলর অবশ্যই বিষয়টি তাদের নজরে আনবেন।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ