স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমকে বি-বাড়িয়া জেলার প্রোগ্রাম অফিসার হিসেবে বদলি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি তিনি প্রোগম অফিসার হিসেবে বি-বাড়িয়া জেলার মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে যোগদান করেন। উল্লেখ্য, আমেনা বেগম দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবেও (অতিরিক্ত) দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।