আজ চাঁদপুরের কচুয়া ফরিদগঞ্জ ও হাইমচরের ২৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন
আজ চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচরের ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কচুয়া উপজেলার ১২টি, ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ও হাইমচর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটারগণ যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে প্রশাসনের তীক্ষè নজর রয়েছে বলে জানা যায়। শান্তিপূর্ণ ভোট প্রদানে ভোটাররাও অধীর আগ্রহে রয়েছে অপেক্ষমান। একাধিক ভোটার জানান, ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে বিগত ৪ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের তুলনায় পঞ্চমধাপের নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেকটা বৃদ্ধি পাবে। তবে শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের ব্যাপক তৎপরতা চোখে পড়েছে। সে লক্ষ্যে প্রশাসন ব্যাপক কার্যক্রমও গ্রহণ করেছে।