করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, তা পরবর্তীতে সমন্বয়ের ব্যবস্থা করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, তবে আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ নেই। আজ মঙ্গলবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী পাবলিক পরীক্ষাগুলো যথাসময়ে নেওয়ার সুযোগ না থাকলেও তিনি আশা করেন আগামীতে এ বছরের মতো এমন দেরি হবে না। পরে শিক্ষামন্ত্রী আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।
দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে মোট ৩ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া, অসদুপায় অবলম্বনের জন্য প্রথম দিনে ২ শিক্ষার্থী এবং ২ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণক্ষের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
আজ রোববার থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে। এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়। প্রায় ৯ মাস দেরিতে আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। মহামারির মধ্যে এটিই দেশের প্রথম পাবলিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছিল। তবে তাদের মধ্যে ৩ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিন ঢাকা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ ৮৮৪ জন এবং সিলেট বোর্ডের সর্বনিম্ন ১৪৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।