স্টাফ রিপোর্টার : দারিদ্রতার কারণে হাসপাতাল বিল দিতে ব্যর্থ হওয়ায় নবজাতক ছেলে সন্তানকে বিক্রি করে দেন নিঃসন্তান দম্পতির নিকট। সন্তান বিক্রির পর মা (তামান্না বেগম) মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে এই সংবাদ পুলিশ ও জনপ্রশানের নিকট পৌঁছালে নবজাতক শিশু সন্তানকে মতলব উত্তরের ষাটনল এলাকা হতে উদ্ধার করে মা তামান্না বেগমের কাছে হস্তান্তর করা হয়। ৫ ফেব্রুয়ারি শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের পক্ষ থেকে নবজাতক ছেলে সন্তানের জন্য শিশু উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন পুনাক চাঁদপুর-এর সভানেত্রী ডাঃ আফসানা শর্মী। ডাঃ আফসানা শর্মী জানান, পুনাক সভানেত্রী জীশান মির্জার দেখানো পথে পুনাক চাঁদপুর সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। চাঁদপুরে যতোদিন থাকবো, এই নবজাতক সন্তানের দেখাশুনা করে যাবো। এছাড়া নবজাতক সন্তানের বাবার জন্য কর্ম ব্যবস্থা করে দেবো, যাতে এই পরিবার সুখে থাকতে পারে। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তারাও আমাদের পরিবারের অংশ। এ সময় পুনাক চাঁদপুরের দপ্তর সম্পাদক ইশান আরাফাত, সাধারণ সম্পাদক শাহীনা বেগম ও পুনাক সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন।