ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ॥ জরিমানা ॥ অবশেষে সংযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দগরপুর বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মতলব পল্লী বিদ্যুৎ সমিতি। দগরপুর বাজারের মনুমিয়ার পুত্র খোরশেদ আলম (১), সনু মিয়ার পুত্র খোরশেদ আলম (২) অবৈদ বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোবাইক (মিশুক) গাড়ি চার্জ দিয়ে ব্যবসা করে আসছিলো। গত ১৫ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ অফিসের কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং সাথে সাথেই দুটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অপরাধে উভয়কে মোট ২লাখ ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করে। এর মধ্যে খোরশেদ আলম (১)কে ১ লাখ ৫০ হাজার ও খোরশেদ আলম (২) কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ শফিকুল ইসলাম জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অপরাধে উভয়কে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে অঙ্গীকারনামা নিয়ে উভয়ের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। পল্লী বিদ্যুতের এসিও মোঃ রবিউল জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের মিটার দিয়ে অটোবাইক চালকের কাছ থেকে গড়ে প্রতি মাসে প্রায় ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এদিকে এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার একটি মহল জোর তদবির চালিয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ